Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
🎣 তালায় অভিযান: অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ, জরিমানা ও ধ্বংস
বিস্তারিত

🎣 তালায় অভিযানঅবৈধ কারেন্ট জাল  চায়না দুয়ারী জাল জব্দজরিমানা  ধ্বংস

📆 তারিখ: ২০ জুলাই ২০২৫ খ্রিঃ

📍 অবস্থান: জাতপুর ও তালা বাজার, তালা, সাতক্ষীরা

 

 

সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর ও তালা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মোবাইল কোর্ট / অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মৎস্য ধরার জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। অভিযানে তিনটি দোকানে হানা দিয়ে আনুমানিক ৭০,০০০ মিটার কারেন্ট জাল এবং ১৩টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, তালা, সাতক্ষীরা। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) এর সার্বিক সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

 

⚖ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুসারে, নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক একজনকে ১০,০০০/- টাকা এবং আরেকজনকে ৫,০০০/- টাকা জরিমানা করা হয়

 

🔥 অভিযানের সময় স্থানীয় জনগণের উপস্থিতিতে সমস্ত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে সমাজে একটি সচেতন বার্তা পৌঁছায়

 

📢 অভিযানে জনগণকে জানানো হয় — অবৈধ জাল ব্যবহার, বিক্রয়, পরিবহন সম্পূর্ণরূপে আইনবিরোধী ও শাস্তিযোগ্য অপরাধ। সকলকে বৈধ উপায়ে মাছ আহরণে উৎসাহিত করা হয়

 

🟩 বার্তা:

✅ মৎস্য আইন মেনে চলুন

✅ অবৈধ জাল ব্যবহার পরিহার করুন

✅ টেকসই মাছ উৎপাদনে সক্রিয় হোন

ছবি
প্রকাশের তারিখ
24/07/2025
আর্কাইভ তারিখ
25/07/2057